ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ঋতুরাজের জায়গায় চেন্নাই দলে কে এই ১৭ বছরের আয়ূশ 

ঋতুরাজের জায়গায় চেন্নাই দলে কে এই ১৭ বছরের আয়ূশ 

চেন্নাই সুপার কিংসে ডাক পাওয়া ১৭ বছরের ব্যাটার আয়ূশ মাত্রে। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ১৮:০০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ | ১৮:০৪

চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় ইনজুরিতে পড়েছেন। পুরো আইপিএল মৌসুম থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় নেতৃত্বভার গেছে এমএস ধোনির কাঁধে। এবার ঋতুরাজের জায়গা পূরণে ১৭ বছরের এক ব্যাটারকে দলে নিল চেন্নাই। 

তরুণ এই ব্যাটারের নাম আয়ূশ মাত্রে। তিনি মুম্বাইয়ের ছেলে। আইপিএলে নিলামে ৩০ লাখ রুপির ড্রাফটে ছিলেন। তবে অবিক্রিত থেকে যান। ভিত্তিমূল্যে তরুণ এই ব্যাটারকে দলে নিয়েছে চেন্নাই। ২০ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে চেন্নাই ক্যাম্পে যোগ দেবেন তিনি। 

আয়ূশকে দলে নেওয়ার বিষয়ে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তাকে যত দ্রুত সম্ভব দলে যোগ দেওয়ার জন্য বলা হয়েছিল। তবে সে দু-একদিন সময় চেয়েছে। মুম্বাইয়ে দলের ক্যাম্পে যোগ দেবে সে। 

ঋতুরাজ ছিটকে যাওয়ার পর চেন্নাইয়ে দলটির ম্যানেজমেন্ট একটি ট্রায়ালের আয়োজক করেছিল। সেখানে মুম্বাইয়ের ছেলে আয়ূশ মাত্রে, গুজরাটের ছেলে উরভি প্যাটেল ও কেরেলার সালমান নিজার অংশ নিয়েছিলেন। এছাড়া এবারের আইপিএলে দল না পাওয়া পৃশ্বী শ’ ছিলেন চেন্নাই ক্যাম্পে যোগ দেওয়ার আলোচনায়। তবে আয়ূশকে শেষ পর্যন্ত বেছে নিয়েছে চেন্নাই। 

আয়ূশ ভারতের শীর্ষ পর্যায়ে এখন পর্যন্ত মাত্র ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। দুই সেঞ্চুরিতে তিনি ৫০৪ রান করেছেন। সর্বোচ্চ ইনিংস ১৭৬। সাতটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেও তিনি দুই সেঞ্চুরি করে ফেলেছেন। রান করেছেন ৪৫৮। মুম্বাইয়ের ক্রিকেটাঙ্গনে প্রতিভার বিচারে আলোচিত নাম এই টপ অর্ডার ব্যাটার আয়ূশ। লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বয়সী হিসেবে ১৫০ প্লাস ইনিংস খেলেছেন তিনি। 

আইপিএলের সফলতম দল চেন্নাইয়ের চলতি মৌসুমে বাজে দশা চলছে। ১০বার ফাইনাল খেলে পাঁচ আইপিএল শিরোপাজয়ী দলটি পয়েন্ট টেবিলে দশ দলের মধ্যে সবার নিচে আছে। পয়েন্ট টেবিলে সমান ৮ পয়েন্ট নিয়ে এক থেকে চারে আছে যথাক্রমে গুজরাট, দিল্লি, বেঙ্গালুরু ও লক্ষ্নৌ। এর মধ্যে অন্যরা ৬ ম্যাচ খেললেও দিল্লি এক ম্যাচ কম খেলেছে। 

আরও পড়ুন

×