ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

বার্সার পছন্দের উইলিয়ামসে চোখ রিয়াল মাদ্রিদের 

বার্সার পছন্দের উইলিয়ামসে চোখ রিয়াল মাদ্রিদের 

স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামস। ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৮:০৯

কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে মৌসুমে কিছুই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। এতেই যেন লস ব্লাঙ্কোস প্রেসিডন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মাথা খারাপ হওয়ার দশা। আগামী মৌসুমে ঘিরে দল গড়তে তোড়জোড় লাগিয়েছে রিয়াল বোর্ড। 

জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিচ্ছেন। এরই মধ্যে ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেক্সজান্ডার অর্নাল্ড ও ডিন হুইসেনের সঙ্গে চুক্তি করে ফেলেছে লস ব্লাঙ্কোসরা। আলোনসোর চাওয়ায় আরেক তরুণ ডিফেন্ডার আলভারো কারেরাস রিয়ালে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে। 

এর মধ্যেই অ্যাথলেটিকো বিলবাওয়ের ২২ বছর বয়সী স্প্যানিশ ফরোয়ার্ড নিকো উইলিয়ামসকে কেনার বিষয়ে খোঁজ-খবর নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। নিকো আবার বার্সার তরুণ তারকা লামিনে ইয়ামালের খুব কাছের বন্ধু। 

তাকে রিলিজ ক্লজের অর্থ অর্থাৎ ৫৮ মিলিয়ন ইউরো দিয়ে কিনতে হবে রিয়াল মাদ্রিদের। ওই শর্তে আপত্তি নেই লস ব্লাঙ্কোসদের। নিকোকে কেনার লড়াই থেকে বার্সা অবশ্য কিছুটা সরে এসেছে। তবে আর্সেনাল তার দিকে নজর রাখছে।  

গুঞ্জন আছে, রদ্রিগো গোয়েস আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদ ছাড়বেন। তার জায়গা পূরণে নিকো উইলিয়ামসকে কেনার কথা ভাবছে লস ব্লাঙ্কোসরা। ওদিকে রদ্রিগোকে কেনার লড়াইয়েও আছে আর্সেনাল। 

ফরোয়ার্ডের পাশাপাশি মিডফিল্ড শক্ত করার কথাও ভাবছে রিয়াল মাদ্রিদ বোর্ড। তাদের প্রথম পছন্দ ছিল লিভারপুলের ম্যাক অ্যালিস্টার। তবে আর্জেন্টাইন মিডফিল্ডার এখন রেডস শিবির ছাড়তে চান না বলে খবর। এরপর চেলসির এনজো ফার্নান্দেজকে রিয়াল কিনতে পারে এমন খবর এসেছে। 

আরও পড়ুন

×