মাঠে কোহলিদের কান্না, মেয়ে ভামিকার মনের কথা জানালেন আনুশকা
শনিবার রাতটা টানটান উত্তেজনায় কাটিয়েছে ভারতবাসী। শেষ পর্যন্ত যেন মনে ভয় কাজ করছিল, এই বুঝি ট্রফিটা হাতছাড়া হয়ে যায়। তবে মধ্যরাতের আগেই বদলে যায় হিসেব নিকেষ। বিরাট কোহলি, রোহিত শর্মারা শুধু নিজেরাই কাঁদলেন না মাঠে, ভারতবাসীরও এনে দিলেন চোখে জল।
আপডেটঃ ৩০ জুন ২০২৪ | ১১:১৮