ছাদখোলা বাসে বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারেরা
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ২০:৪৪ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ২২:০৮
বিশ্বকাপ জয়ের পর বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে আজ সকালে নিজ দেশে ফিরেছে রোহিত শর্মারা। বিশ্বকাপজয়ীদের বরণ করে নিতে দিল্লীর বিমানবন্দরে জড়ো হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। দিল্লীতে পৌঁছার পর বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেলে। সেখানে ক্রিকেটাররা বিশ্রাম নেয়ার পর ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি পরে ট্রফি নিয়ে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের পরই রোহিত শর্মার দল পাড়ি জমায় মুম্বাইয়ে। সেখান থেকে ছাদখোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাচ্ছেন রোহিত-কোহলিরা। সেখানে সমর্থকদের নিয়ে আরেক দফা উদযাপনে মাতবে চ্যাম্পিয়ন ভারত। সমর্থকদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করে নিবেন ভারতীয় ক্রিকেটাররা।
The Victory parade has started in Mumbai. #VictoryParade | #IndianCricketTeam #Mumbai #MarineDrive #TeamIndia #T20WorldCupChampion #Champions pic.twitter.com/tt4RZJtuua
— The Munsif Daily (@munsifdigital) July 4, 2024
জনসমুদ্রের মধ্যে দিয়েই ধীরে ধীরে এগোচ্ছে রোহিতদের ছাদখোলা বাস। বাসের মাথায় ট্রফি নিয়ে উল্লাস করছেন ভারতীয় ক্রিকেটারেরা। রোহিকদের দেখতে রাস্তার ধারে গাছের উপরেও লোক উঠে পড়েছে। বাস থেকেই ছবি তুলছেন রোহিত শর্মা। ট্রফি নিয়ে উল্লাস করতে দেখা যাচ্ছে হার্দিক-সিরাজদের। প্রত্যেকে এক বার করে ট্রফি নিয়ে জনতার সামনে যাওয়ার চেষ্টা করছেন। মানুষের ভিড় দেখে উল্লসিত ক্রিকেটারেরাও।
King Kohli with the World Cup trophy in the victory parade. 🏆🇮🇳#ViratKohli #RohitSharma #TeamIndiapic.twitter.com/7i8nhXFBjN
— AMit PaNDit 😊 🇮🇳 (@whoamitgaur) July 4, 2024
- বিষয় :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ভারত