জনসমুদ্রে বিশ্বকাপজয়ী রোহিতের দল
ছবি- এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪ | ২১:৫৩ | আপডেট: ০৪ জুলাই ২০২৪ | ২২:৫৫
বিশ্বকাপ জয়ের পর বেরিল ঘূর্ণিঝড়ের কারণে বার্বাডোজে আটকা পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। অবশেষে আজ সকালে নিজ দেশে ফিরেছে রোহিত শর্মারা। বিশ্বকাপজয়ীদের বরণ করে নিতে দিল্লীর বিমানবন্দরে জড়ো হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। দিল্লীতে পৌঁছার পর বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয় পাঁচ তারকা হোটেলে। সেখানে ক্রিকেটাররা বিশ্রাম নেয়ার পর ‘চ্যাম্পিয়ন’ লেখা জার্সি পরে ট্রফি নিয়ে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
- বিষয় :
- টি-টোয়েন্টি বিশ্বকাপ