‘মনে হল বিশ্বকাপটা মাঠের বাইরে উড়ে যাচ্ছে’
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪ | ১৬:৫৩
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে মিলারের ক্যাচ নিয়ে আলোচনার কেন্দ্রে সূর্যকুমার। বলা যায়, শেষ মুহূর্তে সূর্যের নেওয়া মিলারের ক্যাচটাই ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৬ বলে ১৬ রান।
হার্দিক পান্ডিয়ার করা প্রথম বলটাকে উড়িয়ে মারেন মিলার, যা লং অফ বাউন্ডারি সীমানার কাছে দারুণভাবে লুফে নেন সূর্যকুমার। তাতে মিলারের বিদায়ের সঙ্গে জয়ের সমীকরণও কঠিন হয় প্রোটিয়াদের। যে ক্যাচের সুবাদে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কারও পেয়েছেন তিনি।
মহাগুরুত্বপূর্ণ সেই ক্যাচের সময় সূর্যের মনে হয়েছিল বলের সঙ্গে ভারতের কাছ থেকে ট্রফিটাও যেন উড়ে যাচ্ছে সীমানার বাইরে। ম্যাচের রঙ বদলে দেওয়া সেই ক্যাচ নিয়ে পরে সূর্যকুমার বলেছেন, ‘সেই মুহূর্তে বলটাকে দেখে আমার বিশ্বকাপ ট্রফি মনে হচ্ছিল। মনে হল বিশ্বকাপটা মাঠের সীমানার বাইরে উড়ে যাচ্ছে।’
যদিও গুরুত্বপূর্ণ এই ক্যাচ ঘিরে জন্ম নিয়েছে বিতর্কও। এসব ক্যাচের ক্ষেত্রে সামনের অ্যাঙ্গেল থেকেও রিপ্লে দেখা হয়, সেদিন তা করা হয়নি। সে প্রসঙ্গে সূর্যকুমার সরাসরি কোনো মন্তব্য না করলেও এমন ক্যাচ নেয়া কঠিন মনে করিয়ে দিয়েছেন।
সূর্য বলেন, ‘এখন বেশ সহজে কথাগুলো বলতে পারছি। কিন্তু সে সময় কাজটা সহজ ছিল না একেবারেই। সকলেরই হয়তো মনে হয়েছিল ছক্কা হয়ে যাবে। আমার মনে হয়েছিল, বলটা আমার পক্ষে ধরা সম্ভব। তাই চেষ্টা করেছিলাম। সে সময় বাতাসের গতিও আমাদের পক্ষে ইতিবাচক ছিল। তাতে আমার লাভ হয়েছে। অনুশীলনে আমাদের নানা রকম ক্যাচ ধরতে হয়। আমাদের ফিল্ডিং কোচ নানা ভাবে অনুশীলন করান। এই ধরনের পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ। সে ভাবেই ক্যাচটা ধরেছি।’
- বিষয় :
- সূর্যকুমার যাদব
- ভারত
- টি-টোয়েন্টি বিশ্বকাপ