মুন্ডা সমাজে এখন অনুপ্রেরণার নাম সীমা রাণী
সুন্দরবনের কোলঘেঁষা খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নে বাড়ি সীমা রাণী মুন্ডার। শাকবাড়ীয়া নদীর কাছে এ মুন্ডা জনগোষ্ঠীর বসববাস। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে সব কিছু হারাতে হয় সীমা রাণীদের। তবে ২০০৯ সালে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আইলা ও ২০২০ সালের ঘূর্ণিঝড় আম্ফানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন বলে জানান সীমা রাণী মুন্ডা।
আপডেটঃ ২৫ নভেম্বর ২০২৩ | ০০:৫৮