ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আইএসপিএবি-আইবিপিসি

সিকিউরিটিবিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি

সিকিউরিটিবিষয়ক প্রশিক্ষণের সমাপ্তি

আইসিটি ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ০৯:০৭

রাজধানীতে আইএসপিএবি ও আইবিপিসি যৌথ উদ্যোগে অ্যাডভান্স বিজেপি রাউটিং অ্যান্ড আইএক্সপি ও আরপিকেআই, ডিডিওএস এবং নেটওয়ার্কিং সিকিউরিটির বিষয়ে তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ জন ইঞ্জিনিয়ার অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি মো. ইমদাদুল হক বলেন, শিক্ষার্থীদের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজের কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রয়োগের আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীরা কর্মশালার সময় বাড়ানো, ডিভিশন বা জোনালভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা, বছরে প্রশিক্ষণের সংখ্যা বাড়ানো ও অধিকতর ব্যবহারিক শিক্ষায় গুরুত্ব আরোপ, শিক্ষায় অডিও-ভিডিও বা স্থির ছবি সব শিক্ষার্থীকে বিতরণের কথা বলেন।

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকী, সেক্রেটারি জেনারেল নাজমুল করিম ভূঁইয়া, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. আবদুল কাইউম রাশেদ উপস্থিত ছিলেন।

তিন দিনের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন আন্তর্জাতিক প্রশিক্ষণ বিশেষজ্ঞ ডেভ ফিল্যান (এপনিক), মো. আবদুল আউয়াল,  মো. আবদুল্লাহ আল নাছের ও কাজী শামসাদ তাহমিদ।

কর্মশালার মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞানার্জনের সঙ্গে আইসিটি খাতের উন্নয়নে ভূমিকা রাখা এবং নিরাপদে তথ্যপ্রযুক্তি সেবা প্রান্তিক মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া, নেটওয়ার্ক তৈরি ও প্রতিষ্ঠানের নেটওয়ার্ক নিরাপদ রাখা ও কারিগরি সমস্যায় কীভাবে তা সমাধান করা যায়, তা প্রশিক্ষণার্থীরা কর্মশালার মাধ্যমে সরেজমিনে শিখেছেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।


আরও পড়ুন

×