ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

খুলনা টাইগার্স

খুলনা টাইগার্স

মিরাজ-মালিকের ব্যাটে খুলনার জয়রথ থামাল বরিশাল

শেষ দুই ওভারে দরকার ৩৭ রান। ১৯তম ওভারের শেষ বল পর্যন্ত কঠিনই ছিল ফরচুন বরিশালের জয়। ওই বলে ছক্কা হাঁকিয়ে সমীকরণ কিছুটা সহজ করেন শোয়েব মালিক। শেষ ছয় বলে বরিশালের দরকার ছিল ১৮ রান। প্রথম বলে ছক্কা মেরে পরের বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান শোয়েব মালিক। তৃতীয় বলে চার ও চতুর্থ বলে মারলেন ছক্কা। এতেই দুই বল বাকি থাকতে খুলনা টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে খুলনা। ম্যাচ হারলেও ৫ ম্যাচ খেলে ৪ জয় ও এক হারে শীর্ষে আছে খুলনা। অন্যদিকে ৬ ম্যাচে ৩ জয়ে পাঁচে বরিশাল।

আপডেটঃ ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ১৮:১৩
মিরাজ-মালিকের ব্যাটে খুলনার জয়রথ থামাল বরিশাল

সর্বশেষ