ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বিজিবি সদস্যের

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বিজিবি সদস্যের

নায়েব সুবেদার আব্দুল মান্নান

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ০০:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ০০:২৫

বন্যহাতির আক্রমণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) কর্তব্যরত নায়েক সুবেদার আব্দুল মান্নান নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বিজিবির একটি টহল দল সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়ার ৪৯ নং সীমান্ত পিলার এলাকায় টহলে যায়। এ সময় জঙ্গল থেকে একটি বন্য হাতি ওই টহল দলের ওপর আক্রমণ চালালে হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে বিজিবির নায়েক সুবেদার আব্দুল মান্নান মারা যান। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা বলেন, দূর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে আমাদের দেরি হয়েছে। মরদেহ উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে।

whatsapp follow image

আরও পড়ুন

×