বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বিজিবি সদস্যের
নায়েব সুবেদার আব্দুল মান্নান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২ | ০০:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ০০:২৫
বন্যহাতির আক্রমণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) কর্তব্যরত নায়েক সুবেদার আব্দুল মান্নান নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে বিজিবির একটি টহল দল সদর ইউনিয়নের ভাল্লুক খাইয়ার ৪৯ নং সীমান্ত পিলার এলাকায় টহলে যায়। এ সময় জঙ্গল থেকে একটি বন্য হাতি ওই টহল দলের ওপর আক্রমণ চালালে হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে বিজিবির নায়েক সুবেদার আব্দুল মান্নান মারা যান। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা বলেন, দূর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে আমাদের দেরি হয়েছে। মরদেহ উদ্ধার করতে কিছুটা সময় লেগেছে।