ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় বালিয়াকান্দি ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

তৌফিক খান সাদিদ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:২২ | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ০৮:২২

কোটি টাকার স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা তৌফিক খান সাদিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তৌফিক খান সাদিদ বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বালিয়াকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

এ প্রসঙ্গে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জানান, তৌফিক খান সাদিদের বিষয়টি জানার পর তারা খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। কিন্তু বহিষ্কারের এখতিয়ার তাদের নেই। কেন্দ্র থেকে বিষয়টি সম্পর্কে তাদের মতামত চাইলে তারা বহিষ্কার করার জন্য মত দেন। একজনের জন্য পুরো সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে- এটা কিছুতেই হতে পারে না। কোনো অন্যায়কারীকে ছাত্রলীগের প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আরও জানান, মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে বালিয়াকান্দি ছাত্রলীগ। এ কারণে খুব শিগগিরই ওই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি করা হবে।

প্রসঙ্গত, বালিয়াকান্দির পাশ্ববর্তী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজার কাছে গত ১৭ ফেব্রুয়ারি সকালে এক ব্যবসায়ীকে বাস থেকে জোর করে নামিয়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার ছিনতাই করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই ব্যবসায়ী মধুখালী থানায় মামলা করলে পুলিশ গত রোববার রাতে তৌফিক খান সাদিদকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন

×