কোল্ডস্টোরেজে মজুত করা হয়েছিল ২৫ টন জাটকা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২৩ | ১৪:৫৯ | আপডেট: ২১ মে ২০২৩ | ১৪:৫৯
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট এলাকার এ কে খান নামে একটি কোল্ডস্টোরেজে মজুত করা প্রায় ২৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা মাছগুলো জব্দ করা হয়।
প্রতীক দত্ত সমকালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের মাঝিরঘাট এলাকার এ কে খান কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ২৫ টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বিক্রির উদ্দেশ্যে মাছগুলো মজুত করা হয়েছিল।
অভিযানে প্রতিষ্ঠানের ম্যানেজার চন্দন দে’কে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান প্রতীক দত্ত। তিনি বলেন, মাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
পরে জব্দ মাছ সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১টি প্রতিষ্ঠান, ৯টি মাদ্রাসা ও এতিমখানা, তিনটি মন্দির এবং স্থানীয় শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি নিষেধ। এ নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে আছি।
তিনি আরও বলেন, ২৫ সেন্টিমিটারের ছোট দৈর্ঘ্যের ইলিশ আমাদের সম্পদ। এ মাছগুলো বড় হলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও বিক্রি করা সম্ভব হবে। তাই দেশের এই সম্পদকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- জাটকা
- জাটকা জব্দ
- জাটকা ইলিশ
- চট্টগ্রাম