ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বাসচালকের দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ ওসির বিরুদ্ধে

বাসচালকের দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগ ওসির বিরুদ্ধে

ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ১৬:৪১ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ১৬:৪৩

পুলিশের গাড়ি আটকা পড়ায় এক বাসচালককে মারধরের পাশাপাশি তার দাড়ি টেনে ছিড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে ওসি আসাদুজ্জামান এ অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী থেকে যাত্রীবাহী লোকাল বাস পূর্বাশা বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তায় যাত্রী নামাচ্ছিল। ওই সময় পেছনে থাকা বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানকে বহনকারী গাড়িটি আটকা পড়ে। এসময় ওসি আসাদুজ্জামান ক্ষুব্ধ হয়ে বাসচালক শহিদ ফকিরকে এলোপাথাড়ি মারধর করেন। ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পরে পরিবহন মালিক নেতাদের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নেন।

রাত ৯টার দিকে কথা হয় ভুক্তভোগী বাসচালক শহিদ ফকিরের সঙ্গে। তিনি বলেন, ‘মালিক সমিতির অফিসে আছি, আলোচনা চলতেছে, বেশি কথা বলতে পারব না।’ ঘটনার বিষয়ে জানতে চাইলে বলেন, ‘বালিয়াকান্দি থানার ওসি আমার দাড়ি খাবলা দিয়ে ছিড়ে ফেলেছেন। অনেকটা দাড়ি উঠে গেছে।’

বাসচালক আরও বলেন, ‘যাত্রী নামানোর জন্য বাস রাস্তার এক পাশে রেখেছিলাম। ওসি আমাকে মারধর করে থানায় নিয়ে যান। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন।’

বালিয়াকান্দি থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘বাস চালকরা অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখে। পুলিশের গাড়িও ঠিকমতো যেতে পারে না। আমরা ওদের সরিয়ে সাইড করতে বলেছিলাম। এটা নিয়ে শ্রমিকদের ভেতরে একটু অসন্তোষ তৈরি হয়। রাজবাড়ী থেকে কিছু ড্রাইভার এসে রাস্তায় ব্যারিকেড দিয়েছিল। পরে আমরা ওদের মালিকদের সঙ্গে কথাবার্তা বললাম। তারপর ওরা সরে গেছে। ওদের বলে দিয়েছি, যেন বাস ঠিকমতো রাখে।’

বাসচালকের দাড়ি টেনে ছেঁড়ার অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, ‘এটা সঠিক নয়। সঠিক হলে স্থানীয় সাংবাদিক জানত। শ্রমিকরা ওই সময় এরকম একটা-ই তুলছিল। আসলে তা না। একজন ড্রাইভারকে নিয়ে এসে মালিককে ডেকেছিলাম। শ্রমিকরা তো অনেক কিছুই বলে। এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। যার যা মনে আসে তাই পোস্ট করছে।’

আরও পড়ুন

×