জামাইয়ের লাঠির আঘাতে শ্বশুর নিহত

প্রতীকী ছবি
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ০৩:৪৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ০৩:৫৮
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জামাইয়ের লাঠির আঘাতে দানু মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত দানু মিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার রাত ৯টার দিকে জামাই মো. আলমগীর ও শ্বশুর দানু মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর একপর্যায়ে দানুকে লাঠি দিয়ে আঘাত করেন আলমগীর। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি মারা যান।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
- বিষয় :
- চট্টগ্রাম
- লাঠির আঘাত
- মৃত্যু