ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

মামলার বাদীকে হত্যাচেষ্টা, ৯৯৯ কল করে রক্ষা

মামলার বাদীকে হত্যাচেষ্টা, ৯৯৯ কল করে রক্ষা

প্রতীকী ছবি

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:০৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৪:২৫

রামগঞ্জ পৌরসভার টামটা গ্রামের আক্তার হোসেন জমি নিয়ে বিরোধে আদালতে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার তাঁকে পিটিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাৎক্ষণিক জাতীয় পরিষেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে আক্তার হোসেনকে রক্ষা করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগী আক্তার হোসেন লামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি টামটা শেখের বাড়ির মো. আমির হোসেনের ছেলে। শুক্রবার সকালে তিনি বাদী হয়ে রামগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

জানা যায়, শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে টামটা পোলের গোড়া বাড়ির মুনছুর আহম্মেদের ছেলে মনির ও  মানিক এবং সফিকুল ইসলামের ছেলে রফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১০ জুন লক্ষ্মীপুর জেলা জজ আদালতে ৫ জনকে আসামি করে মামলা করেন আক্তার হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে রফিক, মনির, মানিক দলবল নিয়ে আক্তার হোসেনের গতিরোধ করে। একপর্যায়ে আদালতে আক্তার কেন মামলা করলেন বলে সবাই মিলে তাঁর ওপর হামলা চালায়।

হামলাকারীদের মধ্যে মনির, মানিক ও রফিক বলেন, আক্তার মাস্টারকে দাঁড় করিয়ে তিনি কেন আমাদের নামে  আদালতে মামলা করেছেন সেটা জিজ্ঞেস করা হয়েছে। পরে পুলিশ এলে তাঁকে ছেড়ে দিয়েছি। মারধরের বিষয়টি সঠিক নয়।

শিক্ষক আক্তার হোসেন জানান, স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে যাওয়ার পথে মনির, মানিক ও রফিক তাঁকে আটক ও মারধর করে পরিত্যক্ত বাগানের ভেতর তুলে নিতে চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, জাতীয় পরিষেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিক্ষক আক্তার হোসেনকে উদ্ধার করা হয়েছে। পরে তিনি থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×