তরুণীর গলায় প্যাঁচানো ছিল ওড়না, বাঁধা ছিল হাত

প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩ | ০৯:১৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ | ০৯:১৩
দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকার ওয়েসিস স্কুলের পেছনের ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আইরিন আক্তার আলো ওই এলাকার আলম হোসেনের মেয়ে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বিষয়টি জানিয়ে বলেন, এটি একটি হত্যাকাণ্ড। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ওসি আরও বলেন, নিহতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং হাত বাঁধা ছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্কুলের পেছনের ড্রেনে তরুণীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে পাশের চাচার বাড়িতে পিকনিক চলছিল। সেখান থেকে রাত ১টার দিকে সে বাসায় আসে। রাত ৩টার দিকে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু তাকে পাওয়া যায় না। আজ (সোমবার) সকালে তার মরদেহ পাওয়া যায়।
- বিষয় :
- দিনাজপুর
- চিরিরবন্দর
- মরদেহ উদ্ধার