সাবেক ওসি প্রদীপসহ ছয়জনের নামে মামলা
সাবেক ওসি প্রদীপ কুমার দাস। ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৫ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:০৬
চট্টগ্রামের রাউজানে ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক চিকিৎসককে অপহরণের অভিযোগে সাবেক ওসিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন চিকিৎসক জাহাঙ্গীর আলমের আবেদন গ্রহণ করে রাউজান থানার পুলিশকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন- রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস, এসআই শাফায়েত হোসেন ও এসআই টোটন মজুমদার, পাইওনিয়ার হসপিটালের চেয়ারম্যান ডা. ফজল করিম প্রকাশ বাবুল, পরিচালক মনজুর হোসেন ও সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম।
বাদীর আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ১৫ এপ্রিল দুপুর ১২টায় রাউজান উপজেলার নোয়াপাড়ার বাসিন্দা চিকিৎসক জাহাঙ্গীর আলম স্থানীয় পথেরহাটে তার পরিচালিত প্রাইভেট চেম্বারে (অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার) রোগী দেখছিলেন। এসআই টোটন মজুমদার তাকে বিএনপির কমিটিতে নাম থাকায় ক্রসফায়ার দেওয়ার হুমকি দেন। এমন অভিযোগ তুলে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এ সময় এসআই টোটন মজুমদার, এসআই শাফায়েত আহমদ, রাউজান থানার সাবেক ওসি প্রদীপ চিকিৎসক জাহাঙ্গীর আলমের চেম্বারে গিয়ে অপহরণ করে হত্যার হুমকিও দেন। পরে তাকে নোয়াপাড়ার অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার থেকে সাদা পোশাকে জোরপূর্বক অপহরণ করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। এসআই টোটন মজুমদারসহ আসামিরা মিলে ২০১৫ সালে ৪ এপ্রিল তারিখের একটি মিথ্যা মামলা সাজায়। সেই মামলায় ১৫ এপ্রিল গ্রেপ্তার দেখিয়ে থানায় মামলা দায়ের করেন। থানার তৎকালীন ওসি প্রদীপ আসামি পাইওনিয়ার হসপিটালের চেয়ারম্যান ডা. ফজল করিমের সহায়তায় ওই মিথ্যা মামলার চার্জশিট দিয়ে মামলার বিচার নিষ্পত্তির জন্য ২০১৫ সালের ১৮ জুন সংশ্লিষ্ট গ্রাম আদালতে পাঠান। গত ২৯ আগস্ট গ্রাম আদালতে মিথ্যা মামলাটি বাদী ও সাক্ষীর হলফনামা বিবেচনা করে এবং অভিযোগকারী পক্ষের অনুপস্থিতি ও মিথ্যা অভিযোগ হিসেবে প্রমাণ হওয়ায় খারিজ হয়।
- বিষয় :
- চট্টগ্রাম
- ওসি প্রদীপ
- মামলা