স্লুইসগেটের পাশে প্রতিরক্ষা দেয়ালে ধস

মাগুরা সদরের পারনান্দুয়ালী এলাকায় শনিবার সকালে স্লুইসগেটের প্রতিরক্ষা দেয়াল ধসে পড়ে। এতে যানবাহন চলাচলে ধীরগতি দেখা যায় সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ | ২২:৫০
মাগুরায় নবগঙ্গা নদীর স্লুইসগেটের প্রতিরক্ষা দেয়ালের একটি অংশ ধসে পড়েছে। এতে ওই দেয়ালের ওপর দিয়ে যাওয়া সড়কে যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে মাটি ধসে যাওয়ায় পাশের একটি বিদ্যুতের খুঁটি হেলে পড়ে। এ সময় শহরের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সড়কের দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা এসে সংস্কারকাজ শুরু করেন।
ওজোপাডিকো মাগুরা বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জুয়েল রানা বলেন, নবগঙ্গা নদীর ওপর দিয়ে দুই এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া আছে। সেখানে স্লুইসগেটের প্রতিরক্ষা দেয়ালের মাটি নদীতে ধসে পড়ে। বিদ্যুতের খুঁটির গোড়ায় পানি জমে তা হেলে পড়ে। এ সময় সংযোগ বিচ্ছিন্ন হয় যায়। পরে দ্রুত সেটি মেরামত করে বিদ্যুৎ সংযোগ চালু করেন তারা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মাগুরার নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন এ বিষয়ে সমকালকে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী এলাকায় নবগঙ্গা নদীর স্লুইসগেটের প্রতিরক্ষা দেয়ালের নিচে মাটি ধসে পড়েছে। এখন ওয়ানওয়ে পদ্ধতিতে যানবাহন চলাচল করছে। তাঁর ধারণা, পানির তীব্র স্রোতের কারণে মাটির স্তর নিচে নেমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাঁশ ও জিওব্যাগ ফেলে ওই অংশ সংস্কার করা হচ্ছে।
- বিষয় :
- দেয়াল ধসে মৃত্যু