‘আইনমন্ত্রীর বাড়ি অত্যাচারের যাদুঘর করা হবে’
কসবা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। ছবি: সমকাল
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ | ০৪:৩২
বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেছেন, কসবা-আখাউড়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ১৭ জনকে বিনা বিচারে খুন করেছেন। তার নির্দেশে, পুলিশের অত্যাচারে ১৫ বছর কসবা উপজেলায় বিএনপি সম্মেলন করতে পারেনি। তার নির্দেশ মতো বিচারকরা বিচার করতেন। এতে বিচারপ্রার্থীরা ন্যায্য বিচার পাননি। আমরা ক্ষমতায় এসে আইনমন্ত্রীর বাড়ি অত্যাচারের যাদুঘরে পরিণত করব।
কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহম্মদ খানের সভাপতিত্বে কসবা উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে শনিবার তিনলাখপীর গরুর বাজার মাঠে তিনি এসব কথা বলেন।
তিনি মো. সেলিম ভুঁইয়া আরও বলেন, উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিএনপিকে নিয়ে নানা ধরনের কথা বলছেন। ভুলে গেলে চলবে না আপনাদের সক্রিয়ভাবে সহযোগিতা করছে বিএনপি।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দলের দুঃসময়ের কাণ্ডারি কবির আহাম্মদ ভুঁইয়াকে আগামী সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন কবির আহম্মদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল হক স্বপন।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- বিএনপি
- আইনমন্ত্রী আনিসুল হক