ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

বোয়ালখালী

পাহাড় থেকে নেমে লোকালয়ে তাণ্ডব বন্যহাতির  

পাহাড় থেকে নেমে লোকালয়ে তাণ্ডব বন্যহাতির  

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে বন্যহাতি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৪:৩২ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৪:৪৫

চট্টগ্রামের বোয়ালখালীতে দুটি বন্যহাতি হঠাৎ জৈষ্ঠ্যপুরা পাহাড় থেকে নেমে এসেছে লোকালয়ে। এ সময় তাণ্ডব চালিয়ে উপজেলা সদরে সরকারি কোয়ার্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে আবার পাহাড়ে ফিরে যায় হাতি দুটি। বুধবার ভোরে উপজেলার পরিষদের কোয়ার্টার গলিতে বন্যহাতি দু’টি দেখতে পান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি কোয়ার্টার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে বন্যহাতি। পরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মীরপাড়া দিয়ে হাতি দুইটি চলে গেছে।

উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের জিশু সূত্রধর বলেন, সকাল ৭টার দিকে জৈষ্ঠ্যপুরার সূত্রধর পাড়া হয়ে বন্যহাতি দুটো পাহাড়ের দিকে চলে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা ঘটনা নিশ্চিত করে বলেন, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিক সতর্কতামূলক মাইকিংসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ও বন বিভাগের প্রশিক্ষিত লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

 

আরও পড়ুন

×