ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

আমি চাই শিশুরা সিনেমা না দেখে বই পড়ুক: জাফর ইকবাল

আমি চাই শিশুরা সিনেমা না দেখে বই পড়ুক: জাফর ইকবাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:৩৭ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ | ০৬:৩৭

'আমি আমার গল্প নিয়ে চলচ্চিত্র বানানোর অনুমতি দেই না। কারণ আমি চাই শিশুরা প্রযুক্তি নির্ভর না হয়ে প্রকৃতি নির্ভর হোক। তারা ফেসবুক ও সিনেমা না দেখে বই পড়ুক।' বলছিলেনসিনেমাটি শিক্ষাবিদ-সায়েন্স ফিকশন লেখক ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল।

তার লেখা  ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র।  নাম 'অ্যাডভেঞ্জার অব সুন্দরবন'। আগামী  ২০ জানুয়ারি ছবি মুক্তি পাবে ছবিটি। এই ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে এসেই কথাগুলো বলেন তিনি। 


whatsapp follow image

আরও পড়ুন

×