ঢাকা রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আলমগীর-রুনা লায়লা পরিবারের সঙ্গে যুক্ত হলেন ফেরদৌসও

আলমগীর-রুনা লায়লা পরিবারের সঙ্গে যুক্ত হলেন ফেরদৌসও

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ২১:০৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ২১:০৮

আলমগীর ও রুনা লায়লা। একজন দেশের বরেণ্য অভিনেতা, আরেকজন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা। এই দুই মিলে সুখী দম্পত্তি। ১৯৯৫সালে‘শিল্পী’  ছবির মাধ্যমে প্রথম তারা  জুটি বাঁধেন।এরপর বহুপথ একসঙ্গে চলা হয়েছে তাদের। পর্দায় ও বাস্তবে একসঙ্গে দেখা যায় প্রায়। এবারও দেখা যাবে। 

এবার একটু ব্যতিক্রম।  একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপন চিত্রে। তাদের সঙ্গে একই বিজ্ঞাপনে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও শিশুশিল্পী লুবাবা।  মঙ্গলবার (১০ জানুয়ারি) বিএফডিসির ১ ও ৯ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় বিজ্ঞাপনটির শুটিং। এতে অংশ নিয়েছেন তারা। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

একসঙ্গে এই দম্পতিকে পেয়ে উচ্ছ্বসিত নির্মাতাও। তিনি বলেন, ‘সত্যি বলতে এক ফ্রেমে এমন গুণী শিল্পীদের পাওয়া আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এর জন্য আমি ক্লায়েন্ট প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ। তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়াতে এত বড় কাজটি সম্ভব হয়েছে।’

আরও পড়ুন

×