প্রতিটি সিনেমার ভাগ্য থাকে: বিদ্যা বালান
বিদ্যা বালান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ১৪:০৬ | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ১৪:০৯
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভালো ভালো কাজ উপহার দিয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। তবুও বছরের পর বছর অপেক্ষা করেছিলেন সাফল্যের জন্য। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমা দিয়ে সেই সাফল্যের দেখা পেয়েছেন ‘ডার্টি পিকচার’-খ্যাত এই অভিনেত্রী।
বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবি সফল এমন নয়। সম্প্রতি বেশ কিছু এই ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এই সূত্র সব সময় কার্যকরী নাও হতে পারে। সম্প্রতি বিদ্যা বালনকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানান, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের উপর বিষয়টি নির্ভর করছে।
বিদ্যা বালান বলেন, বড় তারকা থাকলেই যে সিনেমা ভালো হবে এমনটা নাও হতে পারে। আবার একাধিক বড় তারকা থাকার কারণে সিনেমা বক্স অফিসে সফল। উদাহরণস্বরূপ বলা যেতে পারেন ‘স্ত্রী ২’, ‘সিংহম আগেন’, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির কথা। তবে সব সিনেমা এক ক্যাটাগরিতে ফেলে দেওয়া ঠিক না। তাছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের। ছবি ভাল হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে।
বিদ্যা বালানের কথায়, কিছু ছবি ভাল কিন্তু ছবি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে গাফিলতি থেকে যায়। ফলে বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারে না ছবিটি। এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনও মাথা ঘামাই না। শুধু তাই নয়, বর্তমানে পুরনো ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে। আমার মনে হয় এই উদ্যোগটি ভাল। মানুষদের ফের প্রেক্ষাগৃহমুখী করে তুলছে।
- বিষয় :
- বিদ্যা বালান
- বলিউড