আমি বনানীতে আছি, আটকের খবর ভুয়া: নিপুণ
নিপুণ। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫ | ১৪:২৯ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ | ১৬:৩৬
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের খবরটি সঠিক নয় বলে দাবি করেছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নাসরিন আক্তার নিপুণ। তিনি শুক্রবার দুপুরে সমকালকে বলেন, এসব খবর ভুয়া। আমি বনানীর বাসাতেই আছি। আমি তো কোনো অপরাধ করিনি। আটক হবো কেন?
এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, ‘সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।’
সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, আজ সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট থেকে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথরো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কি না জানতে চাইলে নিশ্চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে।
তবে নিপুণ যুক্তরাজ্যে যেতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন কি না জানতে চাইলে তিনি ফোন রেখে দেন।
- বিষয় :
- নিপুণ আক্তার
- চিত্রনায়িকা