ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

‘কমলা রঙের বোধ’ নাটকের চার প্রদর্শনী

‘কমলা রঙের বোধ’ নাটকের চার প্রদর্শনী

‘কমলা রঙের বোধ’ নাটকের দৃশ্য। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৯:২১ | আপডেট: ২১ মে ২০২৫ | ১৯:২৯

থিয়েটার ফ্যাক্টরির নতুন নাটক ‘কমলা রঙের বোধ’। বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে জীবনানন্দ নাট্য উৎসবে  গত ৯ মে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। এর দ্বিতীয় কিস্তির আরও চারটি প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।

নট্যাদল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রথম শো অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকাল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টা এবং ২৪ মে সন্ধ্যা ৭টায় শেষ শো অনুষ্ঠিত হবে।

এটি দলের ৫ম প্রযোজনা। কবি জীবনানন্দ দাশের জীবন ও সাহিত্যকর্ম অবলম্বনে থিয়েটার ফ্যাক্টরির এ প্রযোজনাটির রচনা ও নির্দেশনার দায়িত্বে রয়েছেন অলোক বসু।জীবনের যন্ত্রণায় রন্ধ্রে রন্ধ্রে পোড় খাওয়া এক দরিদ্র কবি জীবনানন্দ দাশ। তাঁকে কেন্দ্র করেই থিয়েটার ফ্যাক্টরির নতুন প্রযোজনাটি। নাটকটি প্রয়াত নাট্যজন আলী যাকেরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করছে দলটি।  

১৯৫৪ সালের ১৪ অক্টোবর জীবনানন্দ দাশ ট্রাম দুর্ঘটনায় পতিত হন। নাটকের আখ্যান শুরু সেখান থেকেই। ২২ অক্টোবর শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে মারা যান কবি।  নাটকটি আসলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত কবি যে আট দিন হাসপাতালে ছিলেন তাঁর কাহিনি নিয়ে নাটকটি।

এতে অভিনয় করেছেন দীপু মাহমুদ, আরিফ আনোয়ার, কে এম হাসান, আশা আক্তার, মুনমুন খান, আকলিমা আক্তার, সুভাষ সরকার, বিপাশা সাইদ, সারাফ নাওয়ার শায়িরা, শান্তনূর ইহসান দিগন্ত, মৃণ্ময় চৌধুরী, হাসিব হক, রবিউল ইসলাম রাজিব, নওরীন পাঁপড়ী, শিশির বিন্দু, সূর্য সরকার প্রীতমসহ আরও অনেকে।

আলোক পরিকল্পনায় রয়েছেন ঠান্ডু রায়হান, পোশাক পরিকল্পনায় মোহসিনা আক্তার, সংগীত পরিকল্পনায় রমিজ রাজু, মঞ্চ পরিকল্পনায় শাকিল সিদ্ধার্থ এবং কোরিওগ্রাফি করেছেন আমিনুল আশরাফ।

আরও পড়ুন

×