ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

আত্মবিশ্বাসই নারীর প্রথম শক্তি

আত্মবিশ্বাসই নারীর প্রথম শক্তি

.

তাসমিয়া জাহান সিমরান

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪ | ২৩:০৬ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ | ১১:০৪

প্রত্যেক নারীর সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস। এটি তাকে বাধা ঠেলে স্বপ্নের পথে এগিয়ে যেতে সাহায্য করে। পরিস্থিতি প্রতিকূলে থাকলেও একজন নারী আত্মবিশ্বাসের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করতে পারে। এটি শুধু তার নিজের জীবনেই পরিবর্তন আনে না; অন্যদেরও নিজেদের ওপর বিশ্বাস রাখতে উৎসাহ দেয়। আত্মবিশ্বাস জীবনে পরিবর্তন আনতে পারে এবং নারীর জন্য ধাপে ধাপে সম্ভাবনার দ্বার খুলে দেয়।

প্রায় ২০ বছর ধরে ভিট বাংলাদেশের নারীদের পাশে আছে। ভিট নারীকে আত্মবিশ্বাসী ও শক্তিশালী করে তুলতে সাহায্য করছে। দুই দশকের পথচলা উদযাপন করতে ভিট বাংলাদেশ শুরু করেছে স্পেশাল টেলিভিশন সিরিজ ‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’। এই সিরিজে সেই নারীদের সম্মান জানানো হচ্ছে, যারা চ্যালেঞ্জের মধ্যেও হাল ছেড়ে দেননি। বরং সাহসের সঙ্গে দৃঢ়সংকল্প নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন।

‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’-এর প্রতিটি পর্বে সেই নারীরা নিজের গল্প বলছেন, যারা বড় চ্যালেঞ্জ ঠেলে জীবনে পরিবর্তন এনেছেন। তাদেরই একজন নাজমা আরা বেগম পপি। মাত্র পাঁচ বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন তাঁর স্বপ্নযাত্রা হয়তো সেখানেই থেমে যাবে; কিন্তু নাজমা সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা করেছিলেন।

দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে নাজমা থেমে যাননি; বরং সমাজে পরিবর্তন আনতে কঠোর পরিশ্রম করেছেন। তাঁর পথচলা আমাদের শেখায়, প্রকৃত মনোবল আসে হৃদয় থেকে।

ফ্যাশন ডিজাইনার হিসেবে বড় স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ফারজানা সান। অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি কঠোর পরিশ্রম করেছেন। এখন তাঁর ডিজাইনগুলোর প্রশংসায় পঞ্চমুখ সেলিব্রিটি ছাড়াও অনেকে। ফারজানার গল্প আমাদের দেখায়, কোনো কিছু অর্জনে তীব্র ইচ্ছাশক্তি ও সংকল্প থাকলে স্বপ্ন পূরণ হতে পারে।

এই নারীরা অবিরাম সাহস, দৃঢ়তা এবং সংকল্পের অসাধারণ উদাহরণ। তাদের গল্পের মাধ্যমে ‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’ সিরিজটি দেখাচ্ছে– আত্মবিশ্বাস এবং উদ্যম থাকলে আমরা যেকোনো বাধা ঠেলে এগিয়ে যেতে পারি এবং দুর্দান্ত কিছু অর্জন করতে পারি।

গত ১ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে দীপ্ত টিভিতে সিরিজটি প্রচারিত হচ্ছে। এ ছাড়া পুনঃপ্রচারিত হচ্ছে শনি ও রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে। সিরিজটি উপস্থাপনা করছেন অভিনেত্রী ও মডেল জাকিয়া বারি মম। সেখানে তিনি অংশগ্রহণকারী সফল নারীদের জীবনের গল্পগুলো আন্তরিকভাবে তুলে ধরছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×