ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

ইন্টারনেট বেশি ব্যবহার করেন বেকাররা

ইন্টারনেট বেশি ব্যবহার করেন বেকাররা

আবু হেনা মুহিব

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ১৩:১২

 দেশে কর্মজীবীদের চেয়ে বেকাররাই কম্পিউটার ও ইন্টারনেট বেশি ব্যবহার করে থাকেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপ বলছে, বেকারদের প্রায় ৭৬ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। অথচ বেতনভোগী কর্মজীবীদের মধ্যে এ হার ৫৫ শতাংশের কম। স্বনিয়োজিতদের মধ্যে এ হার আরও কম। এ ধরনের উপার্জনক্ষমদের মাত্র ৪৩ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। আবার শ্রমবাজারে নেই– এমন শ্রেণির মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৩৮ শতাংশ। সব মিলিয়ে বর্তমানে দেশে ৪৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। খানা বা পরিবারে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কের মাধ্যমেই সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার হয়। এ হার প্রায় ৬০ শতাংশ।

 ব্যক্তি ও খানা পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার জরিপ-২০২২ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিবিএসের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। দেশে তথ্যপ্রযুক্তি (আইসিটি) ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে জানতে প্রথমবারের মতো বড় আকারের এ ধরনের জরিপ পরিচালনা করা হয়। জরিপের তথ্য সংগ্রহ করা হয় গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত। কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউয়িং (সিএপিআই) পদ্ধতিতে সারাদেশের ৩০ হাজার ৮১৬টি খানা বা পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়। বিবিএসের প্রতিবেদনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একটি বাণী প্রকাশ করা হয়েছে। এতে তিনি বলেন, আইসিটি জরিপ থেকে যেসব তথ্য উঠে এসেছে, তা সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জরিপে তথ্যপ্রযুক্তি বলতে কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট, ফিক্সড ফোন, রেডিও, টেলিভিশন, বিদ্যুৎ ইত্যাদি ব্যবহারকে বোঝানো হয়েছে। বয়সের হিসাবে পাঁচ বছর থেকে বেশি বয়সের মানুষকে বিবেচনায় নেওয়া হয়েছে এতে। জরিপে দেখা যায়, দেশের ৮ দশমিক ৭ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন। মোবাইল ব্যবহার করেন ৯৭ দশমিক ৪ শতাংশ। ফিক্সড ফোন ১ শতাংশেরও কম মানুষ ব্যবহার করে থাকেন। এ ছাড়া রেডিও ব্যবহার করেন প্রায় ১৩ শতাংশ মানুষ। ৬২ শতাংশ মানুষ টেলিভিশন এবং প্রায় ৯৯ শতাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহার করেন।

জরিপের ফল বিশ্লেষণে দেখা যায়, গ্রামের চেয়ে শহরে ইন্টারনেট ব্যবহার দ্বিগুণেরও বেশি। গ্রামের ৩০ শতাংশেরও কম খানায় ইন্টারনেট সংযোগ আছে। শহরে এ হার ৬৩ শতাংশেরও বেশি। সব মিলিয়ে ৩৮ শতাংশ খানায় ইন্টারনেট সংযোগ রয়েছে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা এখনও কিছুটা পিছিয়ে আছেন। শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই এ প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। গ্রাম-শহর উভয় ক্ষেত্রেই নারীরা মোবাইল ফোন বেশি ব্যবহার করে থাকেন। জরিপের তথ্য বলছে, শহরের ৯০ দশমিক ৬ শতাংশ পুরুষ মোবাইল ব্যবহার করেন। শহরের নারীদের মধ্যে এ হার ৯১ দশমিক ২ শতাংশ। অন্যদিকে গ্রামে এ হার প্রায় সমান– ৯০ শতাংশের কিছু কম। প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপে বলা হয়, সরকার, নীতিনির্ধারক, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অর্জন বুঝতে এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহারের জন্য এ জরিপ থেকে আইসিটি সূচকের তথ্য ও প্রয়োজনীয় পরিসংখ্যান পাওয়া যাবে।

ইন্টারনেটের মতো কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রেও গ্রাম-শহর ব্যবধান ৮ গুণেরও বেশি। কম্পিউটার আছে গ্রামে এমন খানার হার ৩ শতাংশ। শহরে এ হার প্রায় ২৬ শতাংশ। সারাদেশে ৮ দশমিক ৭ শতাংশ খানায় এখন কম্পিউটার ব্যবহার হচ্ছে। তবে টেলিভিশনের ক্ষেত্রে গ্রাম আর শহরের মধ্যে ব্যবধান খুব কম। অন্তত ১টি টেলিভিশন আছে গ্রামে এ রকম খানার হার প্রায় ৫৭ শতাংশ। শহরে যা ৭৭ দশমিক ৫ শতাংশ। আবার খানাপ্রধানের শিক্ষাগত যোগ্যতা অনুসারে আইসিটির ব্যবহার কম-বেশি হয়ে থাকে।

আরও পড়ুন

×