প্রযুক্তি প্রতিদিন প্রতিবেদক |
প্রযুক্তি প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০ । ০০:০০
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০ । ০০:০০
প্রথমবারের মতো থ্রিডিতে এসেছে জনপ্রিয় শিশুতোষ কার্টুন সিরিজ মীনাকে নিয়ে তৈরি গেম। ইউনিসেফের অর্থায়নে 'মীনা গেম ২' তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান রাইজআপ ল্যাবস। গেমটিতে শিক্ষা, শিশু অধিকার, মেয়েদের সমান অধিকার, সুরক্ষা ও উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে। গেমটিতে মীনা তার মা এবং ছোট বোনের (নবজাতক রানী) যত্ন নিচ্ছে, যা গেমটির পরবর্তী লেভেলগুলোতে দেখা যাবে। চমৎকার এ গেমটিতে মীনার পাশাপাশি তার বাবা, দাদি, রাজু, পোষা পাখি মিঠুসহ অন্য আরও চল্লিশটির মতো চরিত্র দেখা যাবে। একজন গর্ভবতী মা এবং নবজাতক সমাজে যে সমস্যাগুলোর মুখোমুখি হয় তা এই গেমটিতে তুলে ধরা হয়েছে। নতুন এই গল্পে মীনা তার গর্ভবতী মা এবং নবজাতক বোন রানীর যত্নের জন্য বিভিন্ন ধরনের সামাজিক কুসংস্কার এবং তা থেকে উত্তরণের গল্প উপস্থাপন করা হয়েছে।
রাইজআপ ল্যাবসের প্রধান নির্বাহী এরশাদুল হক বলেন, গেমের গল্প এবং গ্রাফিক্স এমনভাবে সাজানো হয়েছে যেন গেমাররা বিভিন্ন চরিত্রের সঙ্গে মিশে গিয়ে খেলতে মজা পায়। চাইলে সম্পূর্ণ গেমটি অফলাইনে খেলা যাবে। গেমটি গুগল প্লেস্টোর, অ্যাপ স্টোর এবং রাইজআপ ল্যাবের ওয়েব ঠিকানায় পাওয়া যাচ্ছে। ডাউনলোড ঠিকানা: http://riseuplabs.me/mg23
মন্তব্য করুন