ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩
জীবনে অনেক দায়িত্ব মাথার উপরে এসেছে, এখনো আসছে, হয়তো ভবিষ্যতেও আসবে। খুব ছোটবেলা থেকেই বেশ অনেক বড় দায়িত্ব পালন করতে হয়েছে, এখনো হচ্ছে। তবে এবারের দায়িত্বটা অনেক বড়। কেননা আন্তর্জাতিক মঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় দায়িত্ব। যদি এতে কোনো ভুল হয়, তাহলে শুধু আমাকে ইঙ্গিত করা হবে না, আমার দেশকেও ইঙ্গিত করা হবে। এটা ভাবতেই বারবার মনে হচ্ছিল, আমি পারব তো!
রাজধানীর প্রায় ৭ শতাংশ মানুষের বাস বস্তিতে, যাদের গুণগত শিক্ষা দূরে থাক ন্যূনতম শিক্ষা গ্রহণের সুযোগও নগণ্য। ফলে প্রায়ই শিশুরা ঝরে পড়ে স্কুল থেকে। শিকার হয় বাল্যবিয়ে বা শিশুশ্রমের। এসব শিশুর মানসম্মত শিক্ষা ও স্কুল থেকে ঝরে পড়া কমানোর লক্ষ্যে ২০২০ সালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শুরু করে ‘চাইল্ড ব্রাইট টু বুকওয়ার্ম’ নামে একটি প্রকল্প। শিশু অধিকার, সুরক্ষা, লিঙ্গ সমতা ও কভিড-১৯ বিবেচনায় নিয়ে ঢাকা দক্ষিণের ধলপুর, ঢাকা ম্যাচ কলোনি, মিরনজিলা ও আইজি কলোনি, মালেক মেম্বার বস্তি এবং রবিদাসপাড়াকে কেন্দ্র করে কর্মসূচিটির বাস্তবায়ন শুরু হয়। মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অব ডেনমার্কের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেছে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘সুরভী’।