ঢাকা-নারায়ণগঞ্জ রুট
বাস ভাড়া কমানোর পর হরতাল প্রত্যাহার
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ০১:০১
জেলা প্রশাসকের মধ্যস্থতায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। তবে ছাত্রদের জন্য থাকবে অর্ধেক ভাড়া। এ ঘোষণার পর রোববার নারায়ণগঞ্জে ঘোষিত অর্ধবেলা হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
শনিবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমন ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি।
রফিউর রাব্বি বলেন, জেলা প্রশাসক বাস মালিকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, ঢাকা-নারায়ণগঞ্জ রুটের লিঙ্ক রোড দিয়ে চলাচলকারী বাসগুলো ডিজেলচালিত। এসব বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। আগামী সোমবার থেকে এই ভাড়া কার্যকর হবে। তবে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়ক, নারায়ণগঞ্জ থেকে কাঁচপুর, নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁ বা অন্য রুটে সিএনজিচালিত বাস চলাচল করে। এসব বাসের জন্য জেলা প্রশাসক একটি টিম করে দিয়েছেন। এগুলোর ভাড়া সিএনজির রেট অনুযায়ী পরে নির্ধারিত হবে। এ ছাড়া ছাত্রদের জন্য বাস ভাড়া অর্ধেক হবে। এসি বাসের ক্ষেত্রে ফ্ল্যাট রেট ৭০ টাকা।
বাস ভাড়া কমানোর আন্দোলনের মধ্য দিয়ে জনগণের দাবির জয় হয়েছে উল্লেখ করে এই নাগরিক নেতা বলেন, দেশের কোনো জায়গায় ভাড়া বাড়লে সেটি আর কমে না। নারায়ণগঞ্জে এর আগে ২০১১ সালে আর এবার আন্দোলনের মাধ্যমে ভাড়া কমলো।
রফিউর রাব্বি বলেন, ‘আমরা একটি বার্তা দিতে চাই। আগের মাফিয়া গডফাদাররা নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত হওয়ার পর কেউ কেউ নতুন করে গডফাদার হতে চাচ্ছেন। গত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনে নারায়ণগঞ্জের মানুষ নিষ্পেষিত ছিল, যা থেকে পরিত্রাণের জন্য আমরা আন্দোলন চালিয়ে গেছি। কেউ যদি মনে করেন, গডফাদারের বিতাড়নের পর সেই জায়গাটা দখল করবেন– আমরা তা হতে দেব না।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দিন, জেলা খেলাঘরের সাবেক সভাপতি রথীন চক্রবর্তী, গণতান্ত্রিক আইনজীবী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, গণসংহতি আন্দোলন জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
এর আগে শনিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। সেখানে বাস মালিকদের পক্ষে বক্তব্য দেন নারায়ণগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী সরকার। উপস্থিত ছিলেন সহসভাপতি মোস্তফা কামাল, লিটন শেখ, উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজল মৃধা, বন্ধন পরিবহনের এমডি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
জেলা প্রশাসক মাহমুদুল হক এ সময় বলেন, ‘বাস মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা ভাড়া কমিয়েছি। আমরা দেখেছি, যে বাস যে দূরত্ব অতিক্রম করে, তা আগের মতোই আছে। যদিও এখন সাইনবোর্ড থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে ইউটার্ন নিতে হয়।’
এই রুটের বাস ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া বাস্তবায়নের দাবিতে রোববার নারায়ণগঞ্জ শহরে অর্ধবেলা হরতালের ঘোষণা দিয়েছিল নারায়ণগঞ্জ যাত্রী অধিকার ফোরাম। ২৭ অক্টোবর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে টানা কর্মসূচির ঘোষণা করেছিলেন তারা। সংগঠনটি ২৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত লিফলেট বিতরণ, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা, নাগরিকদের সঙ্গে মতবিনিময়, মিছিল, সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচি পালন করে। জেলার বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এ আন্দোলনের পক্ষে অবস্থান নেন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ধর্মঘট প্রত্যাহার
- বাস ভাড়া